State vs Governor: 'কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ স্বজনপোষণের নজির,' ফের আক্রমণ রাজ্যপালের| Bangla News
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে ফের সংঘাতে আচার্য তথা রাজ্যপাল (Jagdeep Dhankar)। তিনি ট্যুইটে লেখেন, ‘শিক্ষাতেও শাসকের আইন, আইনের শাসন নয়।২৪টি (এখন ২৫) বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে বেআইনিভাবে। নেওয়া হয়নি আচার্যর অনুমোদন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) উপাচার্য সোনালি চক্রবর্তীকে ৪ বছরের পূর্ণ সময়ের জন্য দু’দফায় নিয়োগ করা হয়েছে বাছাই ছাড়াই। ১৭ অগাস্ট মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠির পরও কোনও জবাব মেলেনি। ২৮ অগাস্ট বিজ্ঞপ্তি জারি করে সোনালি চক্রবর্তীকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, যা স্বজনপোষণের অনন্য নজির। ১৬ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগ প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন, কোনও জবাব দেননি ব্রাত্য বসু।'
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Canning News: জীবনতলা কার্তুজকাণ্ডে গ্রেফতার অস্ত্রের দোকানের আরও এক কর্মী। ধৃতের সংখ্যা বেড়ে ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/8459fb7d59170effd0c425a0dd20dc761739773593589967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/47875630069aecfa99ceb1ea14d858de1739772011264967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বাগুইহাটির ঘটনায় অভিযুক্ত কাউন্সিলারের জামিন, কী বললেন আক্রান্ত প্রোমোটার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a6550c5594235b97ad86320b6fdb8fc61739769609214967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)