(Source: ECI/ABP News/ABP Majha)
Subodh singh: দেড় দশকের বেশি সময় ধরে গ্যাংস্টার সুবোধের বং-কানেকশন! ABP Ananda Live
ABP Ananda Live: দেড় দশকের বেশি সময় ধরে গ্যাংস্টার সুবোধের বং-কানেকশন! '২০০৭ থেকেই বাংলায় অপরাধের নেটওয়ার্ক গ্যাংস্টার সুবোধের! বিহারের গ্যাংস্টার সুবোধকে জেরা করে চাঞ্চল্যকর দাবি সিআইডির। '২০০৭-এ বেশ কিছুদিন সোদপুরে ছিল বিহারের গ্যাংস্টার সুবোধ'। 'সেই সময়ই উঃ ২৪ পরগনায় অপরাধের নেটওয়ার্ক তৈরি করে সুবোধ'। 'বাগুইআটি, মধ্যমগ্রামে ব্যাঙ্ক ডাকাতি চালায় বিহারের গ্যাংস্টার'। '২০০৮-এ এ রাজ্যে ডাকাতির ঘটনায় যুক্ত ছিল সুবোধ সিংহ'। '২০১৭-য় আবার বাংলায় ফিরে আসে বিহারের গ্যাংস্টার সুবোধ'। 'বালিতে আরেক দুষ্কৃতী শ্মশানের বাড়িতে আশ্রয় নেয় সুবোধ'। 'প্রায় ১৫ দিন বালিতেই ছিল সুবোধ, সেখান থেকেই অপারেশন', 'শ্মশান নামে দুষ্কৃতীর সঙ্গে হাত মিলিয়ে চলে ডাকাতি'। 'বালির দুষ্কৃতীকে নিয়ে আসানসোলের হীরাপুরে ডাকাতি চালায় সুবোধ'। 'ডাকাতির পরে শ্মশানকে নিয়ে পাটনায় পালিয়ে যায় সুবোধ। 'এখন বিহারের বেউড়ের জেলেই বন্দি সুবোধের শাগরেদ শ্মশান'। 'সুবোধ বিহারে ফিরলেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে সক্রিয় ছিল শাগরেদরা'। 'শাগরেদদের মাধ্যমেই শিল্পাঞ্চল থেকে তোলাবাজির টাকা যেত বিহারে'। বিহারের গ্যাংস্টার সুবোধকে জেরা করে চাঞ্চল্যকর দাবি সিআইডির।