Suvendu Adhikari: 'উনি কেঁপেছিলেন একদিন, ২৭ তারিখ...বাকিগুলি ঘরে বসে উপভোগ করছেন', তোপ শুভেন্দুর। ABP Ananda Live
'আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। সেই জন্য ২৭ তারিখ সমর্থন করেছিলাম। ওই আন্দোলনেই নড়েছিল। বাকি আন্দোলনগুলি উনি ঘরে বসে উপভোগ করছেন। যতই রাস্তায় আলপনা আঁকুন, মোমবাতি মিছিল করুন। উনি কেঁপেছিলেন একদিন, ২৭ তারিখ। ওই কাঁপুনি যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নড়বে, টলবে, পালাবে। নয়তো ওঁর এগুলোতে কোনও অনুভূতি নেই', তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতার পুলিশ কমিশনার, ডিসি সেন্ট্রাল-সহ একাধিক পুলিশ আধিকারিকের গ্রেফতার চাইছেন তিনি।
আর জি কর-কাণ্ডের প্রায় একমাস পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। সূত্রের খবর, মেডিক্যাল কাউন্সিলের ৬ জন সদস্য কার্যত বিদ্রোহ করে বলেন, যে সন্দীপ ঘোষদের রাখা হলে গণ পদত্য়াগ শুরু হবে। তারপরই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।