Suvendu Adhikari : 'আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না', মহেশতলার ঘটনার প্রতিবাদে বললেন শুভেন্দু
ABP Ananda Live: মহেশতলার ঘটনায় ভবানী ভবনে শুভেন্দু । মহেশতলায় নজিরবিহীন নৈরাজ্যের ছবি । আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর। পুলিশ ফেল মমতা ফেল : শুভেন্দু। কাল বিধানসভা চলতে দেব না: শুভেন্দু। 'মহেশতলার মেটিয়াবুরুজ। পুলিশের গাড়িও ভেঙেছে। প্রচুর পুলিশ রক্তাক্ত। হিন্দুরা রক্তাক্ত। আমি এবং আমার ৫ কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি- র সঙ্গে। উনি থেকেও মিট করেননি। মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্পপোস্ট। একটা পোস্ট। হিন্দু বিরোধী সরকার। মুসলিম লিগের সরকার। অত্যাচারীর সরকার। ধূলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে ১০ কিলোমিটার দূরে অত্যাচার। মহেশতলায় নজিরবিহীন নৈরাজ্যের ছবি । আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোয়েশ্চেন-অ্যানসারের পরে বিধানসভা চলতে আমরা দেব না।' মহেশতলার ঘটনায় মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।


















