Suvendu Adhikari: 'শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে ধিক্কার দেওয়া হচ্ছে', কোচবিহার-কাণ্ডে তোপ শুভেন্দুর
'শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে ধিক্কার দেওয়া হচ্ছে। আমি জাতীয় মহিলা কমিশন, মানবাধিকার কমিশন এবং সংখ্যালঘু কমিশনে অভিযোগ করেছি। সিবিআই তদন্তের জন্য আইনি লড়াই করব। বিধানসভার বাইরে, ,মহিলা বিজেপি কর্মীরা ধরনা দেবেন সিবিআই তদন্ত চেয়ে', জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
পুলিশের কাছে বয়ান দিতে থানায় গেলেন কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙার নির্যাতিতা বিজেপি নেত্রী। গতকালই অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, পুলিশ নির্যাতিতার বয়ান না নিয়েই মামলা রুজু করেছে। এরপরই আজ কোচবিহার সদর মহিলা থানায় ডেকে নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান নেওয়া হয়। আজ সকাল ১০টা নাগাদ নির্যাতিতার সঙ্গে কথা বলতে কোচবিহারের বিজেপি জেলা পার্টি অফিসে যাবেন জাতীয় মহিলা কমিশনের এক সদস্যা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আতঙ্কে পার্টি অফিসেই আশ্রয় নিয়েছেন নির্যাতিতা বিজেপি নেত্রী। আজ ঘটনাস্থলেও যেতে পারেন জাতীয় মহিলা কমিশনের ওই প্রতিনিধি। পাশাপাশি, তৃণমূলের জেলা নেতৃত্বেরও আজ ঘটনাস্থলে যাওয়ার কথা।