Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ে হামলাকাণ্ডে অভিযোগ TMC-র বিরুদ্ধে, এই ঘটনায় গ্রেফতার ১
ABP Ananda LIVE : কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার ১। ধৃতের নাম রঞ্জিত দে। ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে প্রাণের মেরে ফেলার চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
ঠিক কী হয়েছিল ?
ভেঙে চুরমার বুলেটপ্রুফ গাড়ির কাচ, একের পর এক গাড়িতে পাথরবৃষ্টি। কনভয়ে থাকা পুলিশের গাড়ির কাচও অবশিষ্ট নেই। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কারও হাতে তৃণমূলের পতাকা,কারও হাতে কালো পতাকা। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে চলল তুমুল বিক্ষোভ, স্লোগান। এদিন ভিনরাজ্যে বাঙালি হেনস্থা ও এনআরসি-র প্রতিবাদে কোচবিহারে মোট ১৯ টি জায়গায় সভা ছিল তৃণমূলের। একই সঙ্গে এদিনই কোচবিহারের এসপি ও প্রসাসনিক কর্তাদের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। খাগড়াবাড়িতে যে রাস্তা দিয়ে বিরোধী দলনেতার গাড়ি যাচ্ছিল, সেই রাস্তার পাশেই ছিল তৃণমূলের প্রতিবাদ সভা। সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখলেও তৃণমূল কর্মীরা ব্যারিকেডের বাইরে বেরিয়ে যায়। এরপরই শুভেন্দু অধিকারীর কনভয়ে চলে হামলা।





















