Suvendu Adhikari: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কালীঘাটের কাকু, মুখ্যমন্ত্রীর জবাবদিহির দাবি শুভেন্দুর
Suvendu Adhikari: কোমরের উপরে উঠে গিয়েছে এজেন্সি, এর পরে কান ধরতে হবে'। 'আর মাত্র একটা ধাপ, কান ধরলেই মাথা এমনিতেই চলে আসবে'। 'লিপস অ্যান্ড বাউন্ডসে যুক্ত মুখ্যমন্ত্রীর পরিবারের একের পর আত্মীয়'। এর মানে এই দুর্নীতিতে মুখ্যমন্ত্রীও যুক্ত, দাবি শুভেন্দু অধিকারীর । 'কালীঘাটের কাকুর হাত দিয়েই যুব তৃণমূলের রেজিস্ট্রেশন'। 'বেহালায় টাকা জমা হত, সেই টাকা কালীঘাটে পাঠাতেন সুজয়কৃষ্ণ'। সময় এসে গিয়েছে, বিখ্যাত পিএ পর্যন্ত যেতে হবে, হুঙ্কার বিরোধী দলনেতা । নো ভোট টু মমতা, এটাই একমাত্র সমাধান, হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সুদীপ্ত সেনকে চিঠি লিখিয়েছে কে? নাম না করে কুণালকে নিশানা শুভেন্দুর। 'প্রেসিডেন্সি জেল সুপারের মধ্যস্থতায় এই কাণ্ড ঘটানো হয়েছিল' । 'কাকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল, বেরিয়ে যাবে, মজা বুঝিয়ে দেব'। নাম না করে কুণাল ঘোষকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী। 'তল্লাশির নামে জঙ্গলমহলে অত্যাচার চালাচ্ছে পুলিশ'। 'যেভাবে অত্যাচার চালাচ্ছে পুলিশ, আন্দোলন হলে দায় কিন্তু সরকারের'। 'গাঁয়ের গরিব লোক বড়লোকের ব্যাটার রক্ষীর হাতে মার খেয়েছে'।


















