RG Kar News: 'আমাদের বিজেপি কর্মী-সমর্থকরা মমতার পুলিশের পাতা ফাঁদে পা দেয়নি...', কী বললেন শুভেন্দু ?
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম । পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মী-সমর্থকদের, ধস্তাধস্তি । শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ । আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান। উল্টোডাঙার হাডকো মোড় থেকে মিছিল যাবে সল্টলেকে। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবন চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আরও খবর, আর জি কর-কাণ্ডে ফের সোশাল মিডিয়ায় সরব অভিষেক। 'গত ১০ দিনে দেশজুড়ে ৯০০ ধর্ষণের ঘটনা ঘটেছে'। 'ঠিক সেই সময় আর জি কর মেডিক্যালের ঘটনার প্রতিবাদ করছিল গোটা দেশ'। 'বিচার চাইছিল আর জি কর মেডিক্যালের ভয়ঙ্কর ঘটনার'।'দুঃখের বিষয়, স্থায়ী সমাধান নিয়ে এখনও বিস্তারিত আলোচনাই হল না'। 'দিনে ৯০টি, ঘণ্টায় ৪টি, প্রতি ১৫ মিনিটে ১টি করে ধর্ষণ হচ্ছে'। 'নির্দিষ্ট পদক্ষেপ অত্যন্ত জরুরি, এটা স্পষ্ট'। '৫০ দিনের মধ্যে বিচার ও কঠিন সাজা ঘোষণার মতো কঠোর আইন প্রয়োজন'। 'রাজ্য সরকারের উচিত পদক্ষেপ করা'। 'দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রকে চাপ দিক রাজ্য'। দেশকে জেগে ওঠার ডাক দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।.