Delhi Election 2025: মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে প্রতিশোধ নিয়েছে: শুভেন্দু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দিল্লির জয়ে উদ্বুদ্ধ হয়ে এবার বাংলা দখলের জন্যও ঝাঁপাতে চলেছে বিজেপি। দিল্লির বিধানসভা নির্বাচনে বাঙালি অধ্যুষিত একাধিক জায়গায় এবার প্রচারে গেছিলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত তিনি। বললেন, মা সরস্বতী পুজো যারা বন্ধ করেছে দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা-বাবা
RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা-বাবা। ১০ দিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। নিউটাউনের একটি অতিথিশালায় রয়েছেন তিনি। গতকাল মোহন ভাগবতের সঙ্গে দেখা করার সময় চায় নিহত চিকিৎসকের পরিবার। সেই মতো আজ মা-বাবার সঙ্গে দেখা করেন RSS প্রধান।
বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর হয়েছে নদিয়ার রাণাঘাট পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পরই পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হয় বাজি কারখানার মালিক সাধন বিশ্বাসের বাড়ি এলাকায়। সেখান থেকেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি তৈরির সরঞ্জাম এবং নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে কল্যাণী থানার পুলিশ। যদিও আজ শনিবার ধৃতকে আদালতে তোলা হয়েছিল এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনার পর অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছে পুলিশ আধিকারিকরা।


















