Child Death: সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৮ বছরের বালকের, প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ | ABP Ananda LIVE
ব্যারাকপুরের নোনা চন্দনপুকুরে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হল ৮ বছরের বালকের। প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও মৃতের আত্মীয়-পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুইমিং পুল। গতকাল সাঁতার শিখতে গিয়ে ৮ বছরের বালকের মৃত্য়ু হয়। প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। কীভাবে নাবালকের মৃত্যু হল, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। আপাতত সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা ও ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস।
হেফাজতে থাকা অবস্থায় ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু। বিচারবিভাগীয় বা সিবিআই তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর। ৪ জুন তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর বিজেপি কর্মী সঞ্জয় বেরাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১১ জুন কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয় সঞ্জয়কে।
এরপর ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়। পুলিশের অত্যাচারেই মৃত্যু বলে অভিযোগ তুলে পোস্ট শুভেন্দু অধিকারীর।