(Source: Poll of Polls)
Tarapith: রথযাত্রার দিন তারাপীঠে রথে আসীন স্বয়ং মা তারা, রথে চেপে তারাপীঠ প্রদক্ষিণ করেন তারা মা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দেশ জুড়ে রথে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন। কিন্তু তারাপীঠে তা সম্পূর্ণ আলাদা। এখানে রথে আসীন স্বয়ং মা তারা। রাজবেশে রথে চেপে তারাপীঠ প্রদক্ষিণ করেন তারা মা। প্রতিবছরই এই রথ যাত্রা দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ। বিকেলে মা তারাকে রাজবেশে সাজিয়ে তাঁর রথে চাপানো হবে। সন্ধ্যা ৬টার সময় মন্দিরে ফিরিয়ে এনে দেবীকে স্নান ও সন্ধ্যারতির পর শীতল ভোগ নিবেদন করা হবে।
মিন্টো পার্কে ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দেড়শোটি দেশের ৭০০টি শহরে আজ মহা সমারোহে রথযাত্রা উদ্যাপন করছে ইসকন।
এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোররাতে ভাঙড় বাজারে ঘটনাটি ঘটে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়।