Modi On Teacher Protest: শিক্ষায় এত বড় দুর্নীতির পরও নিজেদের ভুল মানতে নারাজ তৃণমূল: মোদি
ABP Ananda Live: শিক্ষায় এত বড় দুর্নীতির পরও নিজেদের ভুল মানতে নারাজ তৃণমূল। উল্টে বিচারব্যবস্থাকেই নিশানা করছে। আক্রমণ প্রধানমন্ত্রীর। আদালত তো আপনিই চালান, জবাব মুখ্যমন্ত্রীর।
মোদি বলেন, 'পহেলগাঁওয়ে জঙ্গিরা যে জঘন্য কাজ করেছে, বাংলার মানুষদের ক্ষোভ ছিল। পহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল। সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছে, তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল, আমাদের সেনা ওদের সিঁদুরের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। পাকিস্তান জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে। ১৯৪৭ সালের পর ভারতে জঙ্গি হামলা পাকিস্তানের। পাকিস্তানের সেনা জঙ্গিদের সাহায্য নেয়। পহেলগাঁও হামলার ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলা হলে মূল্য চোকাতে হবে। তিনবার ঘরে ঢুকে মেরেছি। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তোষণ, দাঙ্গা, মহিলাদের ওপর অত্যাচার, শোষণের রাজনীতি বন্ধ হোক। বাংলায় প্রতিটি পরিবারকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি'।

















