Mamata Banerjee: মুখ্য়মন্ত্রীর উদ্দেশ্য়ে খোলা চিঠি জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সোমবার, ধনধান্য় সভাগৃহে চিকিৎসকদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। তার আগে মুখ্য়মন্ত্রীর উদ্দেশ্য়ে খোলা চিঠি দিল জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। যেখানে, স্বাস্থ্য় ব্য়বস্থায় পাহাড়-প্রমাণ দুর্নীতি, কর্মস্থলে নৈরাজ্য়, ও হুমকি সংসকৃতি-সহ একাধিক অভিযোগে ফের আলোকপাত করা হয়েছে।
বালির বখরা নিয়ে বোমাবাজির পর এবার এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর
ফের উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। বালির বখরা নিয়ে বোমাবাজির পর এবার এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। গত সপ্তাহে কাঁকরতলায় বালির বখরা নিয়ে তৃণমূলের কোন্দলে সংঘর্ষ বাধে। রাজনীতির যোগ উড়িয়ে শাসকদল একে ব্যক্তিগত শত্রুতা বলে দাবি করেছে। তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াই, কটাক্ষ করেছে বিজেপি।
৭ মাস হয়ে গেছে, কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি আর জি কর হাসপাতালের তরুণীর চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আর জি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য়, শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে।


















