এক্সপ্লোর
Coronavirus : করোনার নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে
চিনে দাপিয়ে বেড়ানো করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF ডট সেভেনের খোঁজ মিলল রাজ্যে। আক্রান্ত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। ওই তিনজন নদিয়া এবং চতুর্থজন কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আক্রান্তরা সকলেই ভাল আছেন।
অন্যদিকে, ইন্ডিয়ান সার্স-কোভিড-টু-জিনোমিক্স কনসর্টিয়ামের (INSACOG) রিপোর্টে জানা গেছে, আমেরিকায় করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি-র কারণে সংক্রমণের যে বাড়বাড়ন্ত সম্প্রতি দেখা গেছে, সেই একই সাব ভ্যারিয়েন্ট ভারতেও তার দাপট দেখাচ্ছে। দেশে ৬২ শতাংশের বেশি করোনার ওই নতুন সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















