TMC News: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে উঠল ‘চোর‘ স্লোগান
ABP Ananda LIVE: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে উঠল ‘চোর‘ স্লোগান। তৃণমূল কাউন্সিলরকে দেখে উঠল ‘চোর‘ স্লোগান। রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। সোনারপুরের জগদ্দল এলাকার স্কুলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। সেখান যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও পুর পারিষদ সোনালি রায়। তাঁকে দেখে ‘চোর‘ স্লোগান কর্মসূচিতে আসা মানুষজনের। 'তৃণমূল কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত। নানান অন্যায় কাজে মদত দেন তৃণমূল কাউন্সিলর, দাবি স্থানীয়দের। এটা সরকারি অনুষ্ঠান, বিক্ষোভের ঘটনা সাজানো, দাবি তৃণমূল কাউন্সিলরের।
অভিযান শুরুর আগেই আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস
আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। অভিযান শুরুর আগেই আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, অভিযোগ পরিবারের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে সুমন বিশ্বাসকে, অভিযোগ পরিবারের। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষকদের তরফে বলা হয়েছে সুমন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। এর আগে আজ ভোরে কর্মসূচির অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে যায় পুলিশ। 'ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁদের ব্যান্ডেলের বাড়িতে হাজির হয়ে তল্লাশি চালায় পুলিশ। চাকরিহারাদের আন্দোলন করা কি অপরাধ? প্রশ্ন সুমন বিশ্বাসের পরিবারের।

















