RG Kar News: আরজি করে জিজ্ঞাসাবাদের মুখে 'থ্রেট কালচার'-এর অভিযুক্তরা, ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসকরা।
আর জি কর মেডিক্যালে 'থ্রেট কালচার' নিয়ে জমা পড়েছে ভুরি ভুরি অভিযোগ। এই থ্রেট কালচারে অভিযুক্তদের ডেকে, আজ নিয়ে ৩ দিন জিজ্ঞাসাবাদ করছে বিশেষ তদন্ত কমিটি। আর আজ, অভিযুক্তদের দেখেই ক্ষোভে ফেটে পরলেন অভিযোগকারী জুনিয়র ডাক্তার থেকে পড়ুয়ারা। তদন্ত কমিটির শুনানি চলাকালীনই, বাইরে বসে অভিযুক্তদের নাম ধরে ধরে উঠল স্লোগান। এমনকি, থ্রেট কালচারে অভিযুক্ত আর জি কর মেডিক্য়ালের হাউজ স্টাফ ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডেকে দেখেই উঠল চোর চোর স্লোগান।
আর জি কর মেডিক্যালে 'থ্রেট কালচার' নিয়ে জমা পড়েছে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগের তদন্ত করতে, বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন অধ্যক্ষ। কমিটি কাছে ৫৯ জনের বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ। বুধবার ১২জনকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। আর তাঁদের হাসপাতালে ঢুকতে দেখেই, ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা!

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
