Bankura News : খেলার মাঝেই ভেঙে পড়ল দেওয়াল, প্রাণ হারাল তিন শিশু
বাড়ির সামনে বসে খেলার মাঝেই ভেঙে পড়ল মাটির দেওয়াল (Wall)। চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের তিন শিশুর (Children)। আজ সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের (Bishnupur) বোড়ামারা গ্রামে। সকাল সাড়ে ৬টা নাগাদ বাড়ির সামনে বসে খেলা করছিল ৩ বছরের অঙ্কুশ, ৪ বছরের নিশা ও ৫ বছরের রোহন সর্দার। বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ওপর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিন শিশুকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। মৃত শিশুদের পরিবারের দাবি, আবাস-তালিকায় নাম থাকলেও টাকা না পাওয়ায় বাড়ি তৈরি করা যায়নি। এদিন গ্রামে যান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ, আবাস যোজনার টাকা চুরি করেছে রাজ্য সরকার। সেই কারণেই মাটির বাড়ির পরিবর্তে পাকা বাড়ি মেলেনি। বোড়ামারা গ্রামে প্রকৃত প্রাপকরা ঘর পাননি বলে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের অভিযোগ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা শ্যামল সাঁতরার পাল্টা দাবি, কেন্দ্র আবাস যোজনার টাকা আটকে রাখাতেই এই মর্মান্তিক ঘটনা।