Ram Mandir Inauguration: রাম মন্দিরের উদ্বোধনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। ABP Ananda Live
Ram Mandir Inauguration: আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration)। আলোয় ঝলমল করছে গোটা শহর। অযোধ্যা (Ayodhya) যেন এক টুকরো ভারত। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে। অন্যদিকে, জনস্রোত রুখতে গতকাল রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। আমন্ত্রিত অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। ট্রেন বন্ধ, কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটাকে। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। এর পাশাপাশি অযোধ্যায় সাধু-সন্তদের জন্য বিশেষভাবে ঘরের ব্যবস্থা করা হয়েছে । ABP Ananda Live
![WB Assembly News: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর | ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/b4edcb160f5f641cad6a2aa1488e65321739892981823968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, স্পিকারকে বলব আমাকে প্রমাণ দিতে হবে:মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/4037a7e22e9cd35e3e647b7764c141481739892432311968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Patna News: পাটনার কাঁকরবাগ এলাকায় চলল গুলি । চার দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/6a0b617024daa63fdd3d17cf4f7417551739891609738968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)