Titagrah News: 'সরষের মধ্যে সবসময়ই ভূত থাকে', দলের কাউন্সিলরদের হুঁশিয়ারি রাজ চক্রবর্তীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সরষের মধ্যে সবসময়ই ভূত থাকে। বিরোধীশূন্য টিটাগড় পুরসভায় দলের কাউন্সিলর ও চেয়ারম্যানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসা নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। হুঁশিয়ারি দিলেন দলের কাউন্সিলরদের একাংশকে। আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
এদিকে, আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। গত মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তারপর গতকাল, এই কোম্পানির ১০টি ওষুধ বন্ধের নির্দেশিকা দিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কী এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? স্বাস্থ্য দফতরের নির্দেশের পরই তা কেন বন্ধ হল না? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।
নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক। উত্তরীয় পরে, সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপির কটাক্ষ, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গুরুত্ব নারাজ তৃণমূল। BDO-র সাফাই, পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে বনভোজনে যান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।


















