Abhishek Banerjee: 'এভাবে ভোটাধিকার কাড়বে বিজেপি, তৃণমূল তা হতে দেবে না', আক্রমণ অভিষেকের
ABP Ananda LIVE : বিহারে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তৃণমূলের অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন। এবার বিহারে ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, নতুন অভিযোগ তৃণমূলের । 'প্রথমে কুকুর, এবার ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে বিহার সরকার' । 'ভোটার তালিকা সংশোধনে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করেছে নির্বাচন কমিশন'। ছবি-সহ দলীয় এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ তৃণমূলের । কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন । 'বিহারের কোনও ভোটার এই ধরনের নথি কমিশনে দেয়নি'। 'প্রত্যেক নাগরিকের ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ'। ছবি-সহ এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি নির্বাচন কমিশনের। কুকুরের পর এবার ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ! তৃণমূলের অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন। এভাবে ভোটাধিকার কাড়বে বিজেপি, আক্রমণ অভিষেকের। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে আজও সংসদ ভবনের বাইরে INDIA জোটের বিক্ষোভ। শামিল সনিয়া ও প্রিয়ঙ্কা গান্ধী। পাশে তৃণমূল সাংসদরাও।

















