TMC-BJP Clash: রাজনৈতিক মঞ্চের পিছনে মা কালীর ছবি কেন, প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণে তৃণমূল
ABP Ananda LIVE: শমীক ভট্টাচার্যের সভাপতি নির্বাচনের সভায় মা কালীর ছবি বিতর্ক। রাজনৈতিক মঞ্চের পিছনে মা কালীর ছবি কেন, প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণে তৃণমূল। 'আমরা আহত হয়েছি, আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে' । ছবি দেখিয়ে আক্রমণ তৃণমূল নেত্রী শশী পাঁজার। নরেন্দ্র মোদীর পাশে কালীর ছবি রাখা নিয়েও প্রশ্ন তৃণমূলের । তৃণমূলকে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের ।
'চারদিকে তৃণমূলের অসুররা ঘুরে বেড়াচ্ছে, তাদের রাজনৈতিক নিধন প্রয়োজন'। সেই কারণেই মঞ্চে কালীর ছবি রাখা হয়েছিল, মন্তব্য সুকান্তর । কালীর ছবির পাশে নরেন্দ্র মোদীর ছবি ছিল না, এলই়ডি-তে ছিল, দাবি সুকান্তর।
কাঁকুড়গাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের মামলায় কোর্টে ভর্ৎসিত CBI, 'তথ্যপ্রমাণ দুই বছর আগে পেয়ে, ৪ বছর পর জমা ?..'
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, কোর্টে ভর্ৎসিত সিবিআই। '৪ বছরে কাউকে গ্রেফতারের কোনও চেষ্টা করেছেন? ৪ বছরে কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেছিলেন?', বিজেপি কর্মী অভিজিৎ সরকার-হত্যা মামলায় প্রশ্ন আদালতের।
এদিন যখন মামলায় শুনানি শুরু হয়, বিচারকের প্রশ্ন ছিল, আপনারা যে তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, আমি কেস ডাইরি দেখেছি। বিচারকের বক্তব্য হচ্ছে যে, যে তথ্য প্রমাণ সামনে রেখে আপনারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, সেই তথ্যপ্রমাণ তো দুই বছর আগে পেয়েছিলেন। তাহলে কেন, চার বছর পর এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন ? প্রশ্ন বিচারকের।






















