TMC News:ভোটার তালিকায় নাম তুলতে বাবা-মার বার্থ সার্টিফিকেট?কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে ফের সরব TMC
ABP Ananda LIVE : ভোটার তালিকায় নাম তুলতে বাবা-মার বার্থ সার্টিফিকেট? কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে ফের সরব তৃণমূল। এবার সম্মিলিত প্রতিবাদ করবে ইন্ডিয়া জোট, দাবি তৃণমূলের ।'পিছনের দরজা দিয়ে NRC চালুর চেষ্টা'। 'বিজেপির পার্টি অফিসের মতো কাজ করছে কমিশন'। দিল্লিতে সাংবাদিক বৈঠকে আক্রমণ ডেরেক-সাগরিকার ।'সংসদের ভিতরে-বাইরে একযোগে প্রতিবাদ করবে ইন্ডিয়া জোট'।সাংবাদিক বৈঠকে দাবি ডেরেক ও'ব্রায়েনের।
West Bengal News Live : গণধর্ষণের অভিযোগ নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছ জাতীয় মহিলা কমিশন
সাউথ ক্যালকাটা গার্লস কলেজে গণধর্ষণের অভিযোগ নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছ জাতীয় মহিলা কমিশন। চিঠিতে তারা লিখেছে, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চেয়ারপার্সন বিজয়া রাহতকর এবং অবিলম্বে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতাকে চিকিৎসা, মনস্তাত্ত্বিক এবং আইনি সহায়তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৩৯৬ ধারায় ক্ষতিপূরণের বিষয়েও জোর দিয়েছেন তিনি। তিন দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন।


















