Firhad Hakim: বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের মন্তব্যে বিতর্ক, কমিশনে নালিশ বিজেপির
ABP Ananda Live: বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের মন্তব্যে বিতর্ক, কমিশনে নালিশ বিজেপির। উপনির্বাচনের আগে ফিরহাদের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। ফিরহাদ হাকিমকে সেন্সর করুক কমিশন, দাবি বিজেপির।
আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে এমনই এক আবহে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে ফিরহাদের সমর্থন এবার পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, 'মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।' এদিন মদন মিত্র বলেন, এর মধ্যে এফআইআর এর কী হবে আমি জানি না। ফলে ধরুন, যারা টিয়া পাখি নিয়ে বসে, এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, অমুক এই দিন চন্দ্রযানে যাবে, এই সবেই তো এফআইআর হওয়া উচিত। এফআইআর-টা কেন ? ভবিষ্যত বক্তব্যের জন্য তো ? মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই। এদিকে বিতর্কিত মন্তব্যের পর ফিরহাদের সাফাই, নারীদের আমি মাতৃরূপে দেখি। হেরো ভূত, হেরো মাল- এটা হচ্ছে ভোটের প্রার্থী , কোনও নারীর বিষয় নয়। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। আমি বলেছি, তিন লাখ ভোটে হেরে গিয়েও, হেরো মালরা, অর্থাৎ বিজেপি, কেসে গেছে।এটা দুভার্গ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ কোনও নারীকে অসম্মান করব, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না।
![আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিট ২০২৫ I Minute, Infinite... I ২১ ও ২২ ফেব্রুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/891b583969c37f339bbe943f326a51931739462383174894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Cyber Scam : 'সাইবার প্রতারণায় ধৃত ৩ জামতাড়া গ্যাংয়ের সদস্য !', চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ADG-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/6af300b813e24203917678f0f38bf5951739457788388535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge : চা গুদামের ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। বজবজে তুলকালাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/49f63b7559f9a6ae39e15bd3cbc006871739456381817535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge News: সিন্ডিকেট বিবাদে বজবজে তুলকালাম। ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা।গ্রেফতার ৮](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/f3138643ac22fd8439fd5bb3911787a41739455788500535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Abhishek on Fake Voter : অনলাইনে ভুয়ো ভোটার নথিভুক্তকরণ বাড়াচ্ছে উদ্বেগ। '২৬-এর ভোটের আগে সরব অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/24d62736aac84474b84f13a9b876b0e01739455402457535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)