WB News : TMC-র শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার ! উত্তপ্ত দুর্গাপুরের বি-জোনের দেশবন্ধু ভবন
ABP Ananda LIVE : তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার।বচসা থেকে হাতাহাতি, উত্তপ্ত দুর্গাপুরের বি-জোনের দেশবন্ধু ভবন।এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানার মজদুর ইউনিয়নের সভায় ধুন্ধুমার।কোর কমিটির সদস্য ও শ্রমিক সংগঠন নেতার নেতৃত্বে বোনাস নিয়ে আলোচনার জন্য বৈঠক। 'বহিরাগতদের নিয়ে সভা করা হচ্ছিল' ।বহিরাগতদের সভা ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়, বলে অভিযোগ কারখানার স্থায়ী শ্রমিক সংগঠনের সহকারী সাধারণ সম্পাদকের ভিত্তিহীন অভিযোগ, দাবি বৈঠকের আয়োজকদের।
আরও খবর...
মদ্যপানের প্রতিবাদ করায় মারধরে রক্তাক্ত আঁকার শিক্ষক
বেলঘরিয়ার নন্দননগরে মদ্যপানের প্রতিবাদ করায় মারধরে রক্তাক্ত আঁকার শিক্ষক। আজ ভোরে কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নন্দননগরে এই ঘটনা ঘটে। CC ক্যামেরাবন্দি গোটা ঘটনা। আঁকার শিক্ষক নিরুপম পাল বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন।অভিযোগ, বেলঘরিয়ার নন্দননগর নেতাজি পল্লি A ব্লকে ঝিল পাড়ে বসে মদ খাচ্ছিলেন ৫ যুবক ও এক যুবতী। পাড়ার মধ্যে এভাবে রাস্তায় বসে মদ খাওয়ার প্রতিবাদ করেন ওই শিক্ষক। তখন মত্ত যুবকরা শিক্ষককে মারধর করেন। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।

















