Kalyan Banerjee : সংসদ ভবনে তৃণমূলের ধর্নায় না গিয়ে এবার নেতৃত্বকেই চ্যালেঞ্জ কল্যাণের
ABP Ananda LIVE : অভিষেকের সঙ্গে বৈঠকের আগেই গৃহীত ইস্তফা। সংসদ ভবনে তৃণমূলের ধর্নায় না গিয়ে এবার নেতৃত্বকেই চ্যালেঞ্জ কল্যাণের। 'ভাল কাজ করবে, প্রমাণ করবে আমি অযোগ্য...', মন্তব্য কল্যাণের।
Fake Voter: তালিকায় জ্বলজ্বল করছে নাম, বাস্তবে হদিশই নেই এইসব 'ভূতুড়ে ভোটার'-দের !
২০২৬- এর বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে এখন নতুন উদ্বেগ 'ভূতুড়ে ভোটার'। বিভিন্ন জেলার ভোটার তালিকায় দেখা গিয়েছে অদ্ভুত সব বিষয়। ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ বাস্তবে তাঁদের হদিশই নেই। কেউ পাকাপাকি ভাবে স্থানান্তর হয়েছেন অন্যত্র। কেউ বা মারা গিয়েছেন। অথচ তাঁদের নাম দিব্যি রয়েছে ভোটারদের নামের তালিকায়।
ভোটার তালিকায় নাম জ্বলজ্বল করছে। কোথাও রাখি খাতুন, বিউটি খাতুন। আবার কোথাও আবদুল রহমান সর্দার, সাকিব খান, ফতেমা বিবি। নামের পাশাপাশি রয়েছে পরিচয়, ঠিকানা, বয়স, EPIC নম্বর-সহ সব তথ্য। কিন্তু বাস্তবে সেই বুথে এরকম কোনও ব্যক্তিবিশেষের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি যাঁরা সংশ্লিষ্ট এলাকায় ৪-৫ দশক ধরে বাস করছেন, তাঁরাও এইসব নামের ভোটারদের চিনতে পারছেন না। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভা ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভায় এরকম ভুতূড়ে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে।



















