TMC News: নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে, যে জায়গায় পরাজিত, সেই পরাজয় মেনে নিতে পারছে না:চন্দ্রিমা
ABP Ananda LIVE: 'নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে' ।'যে জায়গায় পরাজিত, সেই পরাজয় মেনে নিতে পারছে না' । 'বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না', তারাপীঠে গিয়ে হুঙ্কার চন্দ্রিমা ভট্টাচার্যের
'হেভিয়েস্ট কমিউনিকেশন স্যাটেলাইট'- এর সফল উৎক্ষেপণ ইসরোর, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ISRO। নতুন স্যাটেলাইটের নাম CMS-03 বা 'বাহুবলী'। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই স্যটেলাইটের। দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একের পর এক সাফল্যের তালিকায় জুড়ল আরও একটি নাম। দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যটেলাইট CMS-03, যার নাম বাহুবলী দেওয়া হয়েছে, সেটি লঞ্চ করা হয়েছে LVM3-M5 রকেটের সাহায্যে। রবিবার ২ নভেম্বর বিকেল ৫টা ২৬ মিনিটে শ্রীহরকোটা থেকে সফল উৎক্ষেপণ হয়েছে। ভারতের মাটি থেকে ইসরোর এই ভারী স্যাটেলাইট লঞ্চের সাফল্য বুঝিয়ে দিচ্ছে যে ভারী জিনিস সফল ভাবে উৎক্ষেপণের দিকে আরও একধাপ অগ্রসর হয়েছে আমাদের দেশ। স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভারত।



















