(Source: ECI/ABP News/ABP Majha)
Malda Tmc Leader Arrested: বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে মালদায় তৃণমূল নেতা গ্রেফতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে মালদায় তৃণমূল নেতা গ্রেফতার । অস্ত্র, গুলি-সহ তৃণমূল নেতাকে গ্রেফতার করল মালদা পুলিশ । মোথাবাড়ি থেকে তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা গ্রেফতার
২টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি-সহ তৃণমূল নেতা আব্দুস সালাম গ্রেফতার
আরও খবর..
ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়ার আগেই দানা বেঁধেছে আশঙ্কা। ইয়াসের কথা মনে করে আতঙ্কের প্রহর গুনছেন কাঁথি ১ নম্বর ব্লকের বাসিন্দারা। শৌলা মৎস্য বন্দর থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দর পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ প্লাবনের আশঙ্কা করছেন। রঘু সর্দার, বাড় জলপাই, বগুড়ান জলপাই, শ্যামরাই, ভোগপুুর, গোপালপুর, জুনপুট, দক্ষিণ কাঁদুয়া-সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হতে পারে। কারণ, এই সমস্ত গ্রাম ও সমুদ্রের মধ্যে কোনও গার্ডওয়াল নেই। ফলে জলোচ্ছ্বাস হলেই জল ঢোকে এই সমস্ত গ্রামে। ইয়াসের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অধিকাংশ গ্রামবাসী টানা দেড়মাস বাড়িই ফিরতে পারেননি। ফলে এবার ঘূর্ণিঝড় ‘দানা’র আশঙ্কায় ঘুম ছুটেছে কাঁথি ১ নম্বর ব্লকের বাসিন্দাদের।
ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে।
বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা।