Anubrata Mondal: যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই জোর বিতর্ক
ABP Ananda Live: বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। যে চিকিৎসক এই সার্টিফিকেট দিয়েছেন তিনি BMOH! সেই তিনিই আবার যুক্ত বেসরকারি মেডিক্য়াল কলেজের সঙ্গে! এখনও খোঁজ নেই অনুব্রত মণ্ডলকে মেডিক্য়াল সার্টিফিকেট দেওয়া চিকিৎসকের! শান্তিনিকেতন মেডিক্য়াল কলেজের কর্ণধার মলয় পিট জানিয়েছেন, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলবন্দি অনুব্রতর পাশে দাঁড়িয়ে তাঁকে 'বীরভূমের বাঘ' আখ্যা দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। ২০২২ সালের ৫ নভেম্বর বীরভূমের রামপুরহাটের মঞ্চ থেকে তিনি বলেন, 'বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারা জীবন পারবে না।' আর এই অডিও টেপ বিতর্কের পর, গত শুক্রবার ববি হাকিম সংবাদমাধ্য়মকে আক্রমণ করে বললেন, 'সারাদিন ধরে যখন বিজেপি নেতারা একজন মহিলা-সিপাহীকে 'জঙ্গিদের বোন' বললেন, তখন আপনাদের টিভি চুপ করে থাকে, আর যখন এই একটা পুঁচকেপাচকা একটা কোনও জেলায় কেউ বলল, সেটাকে নিয়ে হাইলাইট করল। কোনটার গভীরতা বেশি?'


















