Anubrata Mondal: তবে কি প্রভাব খাটিয়েই মেডিক্য়াল সার্টিফিকেট বের করিয়েছিলেন অনুব্রত মণ্ডল?
ABP Ananda Live: SDPO অফিসে হাজিরা এড়াতে অনুব্রত মণ্ডল যে মেডিক্য়াল সার্টিফিকেট পুলিশকে দিয়েছেন, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মলয় পিট, যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত, তাঁর মেডিক্য়াল কলেজের এক চিকিৎসক সই করেছেন ওই সার্টিফিকেটে। যিনি রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার। প্রশ্ন উঠছে, তবে কি প্রভাব খাটিয়েই মেডিক্য়াল সার্টিফিকেট বের করিয়েছিলেন অনুব্রত মণ্ডল? যদিও এনিয়ে সুস্পষ্ট করে কিছু বলতে পারেননি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয় পিট।
অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন রাজ্যজুড়ে তোলপাড়, তারই মধ্য়ে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি একই পুলিশ অফিসারকে ফের কাপুরুষ বলে আক্রমণ করেছেন। বলেছেন, 'অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছ।' যদিও, তৃণমূল নেতার এই মন্তব্য় ঘিরে বিতর্ক তৈরি হতেই তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও সেরকম কোনও পদক্ষেপ নেয়নি দল। এখানেই প্রশ্ন, অনুব্রত মণ্ডল ও বিক্রমজিৎ সাউ, দুজনই পুলিশকে হুমকি দিয়েছেন। কিন্তু তৃণমূলে একজনকে শাস্তি আর অপরজনকে রেহাই কেন? এরই মধ্য়ে সামনে আসছে সাসপেন্ডেড টিএমসিপি নেতা বিক্রমজিতের পুরনো কিছু কীর্তি। থ্রেট কালচারের অভিযোগ। যা নিয়ে খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন, বীরভূমের TMCP সহ সভাপতি। প্রশ্ন উঠছে, দল যদি আগেই কড়া ব্য়বস্থা নিত, তাহলে কি আজ এতটা বেপরোয়া হয়ে উঠতে পারতেন বিক্রমজিত?



















