TMC News : ভাঙড়ে অঞ্চল সভাপতির হত্যার ঘটনায় গ্রেফতার বেড়ে ৫ I Bhangar Incident
ABP Ananda LIVE : ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার ১ । অঞ্চল সভাপতির খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে ৫ । ধৃত রফিকুল খান ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামেরই বাসিন্দা। রফিকুলকে হাসনাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। রফিকুলের জমিতে পাঁচিল দেওয়া নিয়ে একসময় রাজ্জাকের সঙ্গে গন্ডগোল হয়েছিল, খবর পুলিশ সূত্রে। রাজ্জাক খানকে খুনের চক্রান্ত ও খুনের ঘটনায় রফিকুলের প্রত্যক্ষ যোগ রয়েছে: পুলিশ। পুরনো শত্রুতার জেরে বদলা নিতেই খুন প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আগেই খুনের মাস্টারমাইন্ড তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল গ্রেফতার করা হয় আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লাকে।
শুভেন্দু অধিকারীর মতো এবার একই ধাঁচে তৃণমূলের ক্রাইম সিন্ডিকেটের ছবি সামনে আনল SFI. সাংবাদিক বৈঠক করে দেখানো হল ছবি। এরই মধ্যে নতুন অ্যাপও লঞ্চ করল এসএফআই। যেখানে পরিচয় গোপন রেখেই স্কুল, কলেজের পড়ুয়ারা জানাতে পারবেন অভিযোগ।


















