CM Mamata Banerjee: দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনে মমতা, ফের বিজেপিকে নিশানা। ABP Ananda live
TMC news: দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনে মমতা। দেখুন সরাসরি। 'রাজ্য সরকারের উদ্যোগে পাহাড়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, পাহাড়ে পর্যটন শিল্পের বৃদ্ধিতে গুরুত্ত্ব দিতে হবে', বললেন মমতা। 'ভোটের সময় টাকা বিলি', নাম না করে বিজেপিকে নিশানা মমতার। 'কেন্দ্র উন্নয়নের টাকা দেয় না', সরস মেলার উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায়। ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ISF-এর অভিযোগ, ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনকী, বিরোধীদলের কোনও এজেন্টকেই বুথে বসতে দেখা যায়নি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থীর বুথ এজেন্ট প্রাক্তন প্রধান বাবলু পাড়ুই। মাইক্রো অবজার্ভার স্বীকার করেছেন, বুথে সব দলের এজেন্ট নেই। ৬ জন এজেন্ট কোন দলের তা জানেন না।