Mamata Banerjee: '২বিসিএস-সহ ৪ অফিসারকে সাসপেন্ড-FIR-র নির্দেশ কমিশনের',চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: অফিসারদের সাসপেনশন নিয়ে কমিশনকে খোলা চ্য়ালেঞ্জ মুখ্য়মন্ত্রীর।
২৪ ঘণ্টা আগেই, রাজ্যের দুজন WBCS অফিসার-সহ পাঁচজনের বিরুদ্ধে FIR ও তাদের সাসপেশনের নির্দেশ দিয়ে, মুখ্য়সচিবকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য় সরকার যে সে পথে হাঁটবে না আজ তা স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ঝাড়গ্রামের সভা থেকে সরকারি আধিকারিকদের কার্যত অভয় বার্তা দিয়ে তিনি বললেন, ''আমি কারও কোনও শাস্তি হতে দেব না। ভয় পাওয়ার কোনও কারণ নেই।'' কমিশনের উদ্দেশে তিনি বললেন, ''এখনও ভোট ঘোষণা হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিস পাঠিয়ে দিচ্ছ?'' সেই সঙ্গে, নির্বাচন কমিশনকে সরাসরি 'ক্রীতদাস' এমনকী 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দালাল' বলেও আক্রমণ শানালেন তিনি। যদিও কমিশন সূত্রে দাবি করা হয়েছে, 'চিঠির জবাব দিতে মুখ্য়সচিব বাধ্য়। জবাবে সন্তুষ্ট না হলে, বা ব্যাখ্যা না পেলে মুখ্য়সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন।' কমিশন সূত্রে আরও দাবি করা হয়েছে, 'নির্বাচন কমিশনকে পুরোপুরি ক্ষমতা দিয়েছে সংবিধানের ৩২৪ ধারা'। 'ইলেক্টোরাল রোল তৈরি ও নির্বাচনের জন্য ৩২৪ (৬) ধারায় লোক দিতে বাধ্য রাজ্য'। 'নির্বাচন ঘোষণা হলে তবে কমিশনের ক্ষমতা থাকবে, এমন আইন নেই' ।'নির্বাচন কমিশন এবং ERO-র মাঝে কেউ আরও নেই'। 'ERO-র দায়বদ্ধতা শুধু কমিশনের কাছে'। এদিন, সরকারি আধিকারিকদের পাশাপাশি, ঝাড়গ্রামের সভা থেকে রাজ্যের ভোটারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ''কোনও মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের মৃতদেহ পেরিয়ে যেতে হবে, আমরা দাঁড়িয়ে থাকব পাহারাদার হিসেবে।'' যা ঘিরে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।


















