TMC News: দিনহাটার পর মাথাভাঙা, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি আরও এক শাসক-নেতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দিনহাটার(Dinhata) পর মাথাভাঙা, লক্ষ্মীর ভাণ্ডার(lakshir bhander) বন্ধের হুঁশিয়ারি আরও এক শাসক-নেতার। লোকসভা ভোটে(lok sabha election) মাথাভাঙায় পিছিয়ে তৃণমূল। ভোট না পাওয়ায় বিরোধীদের লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারি সুবিধা বন্ধের হুঁশিয়ারি। হুঁশিয়ারি মাথাভাঙার শহর তৃণমূলের সভাপতির।
সুপ্রিম কোর্টে ফের DA মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের। DA-র অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মচারী। DA মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৪ মাস পর মামলা উঠেও, ফের শুনানি স্থগিত। কবে DA মামলার ফের শুনানি? এখনও জানায়নি সুপ্রিম কোর্ট।
বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/da417df7979d23e2a765e8e5e42c68dd1739784691039535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![West Bengal Assembly : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/456563ebff42fe07bd0d79891cb846121739784207323535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)