Humayun Kabir: বারবার শোকজ, দলের কড়া বার্তার পরেও ফের চ্যালেঞ্জ হুমায়ুনের!
ABP Ananda Live: বারবার শোকজ, দলের কড়া বার্তার পরেও ফের চ্যালেঞ্জ হুমায়ুনের! দিলীপের পাশে হুমায়ুন, দলের অনুমোদন নেই বলে বার্তা জয়প্রকাশের। 'আমাকে নিয়ে বলছেন, কিন্তু ২ ব্লক সভাপতি নিয়ে কেন নীরব দল?' 'দলের শৃঙ্খলা মানব, কিন্তু কিসের বিনিময়ে ২ ব্লক সভাপতিকে ছাড়?' দলের রাজ্য সহ সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়কের!
তৃণমূল প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির বাক্সের মধ্যে রাখা ছিল বোমা
তৃণমূল প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির বাক্সের মধ্যে রাখা ছিল বোমা। তাই নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার দক্ষিণ চৌরাশি গ্রামে। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। বাড়ির সিঁড়িতে বোমা রাখার পিছনে বিরোধীদের হাত রয়েছে বলে করছেন না তৃণমূল প্রধান। প্রশ্ন উঠছে, তাহলে কে বোমা রাখল? উদ্দেশ্যই বা কী? তা নিয়ে ধোঁয়াশা।






















