TMC News: ফের তোলাবাজির অভিযোগ, এবার দেগঙ্গায়, অভিযোগ খতিয়ে দেখার আস্বাস তৃণমূল নেতৃত্বের
ABP Ananda Live: অভিযোগ খতিয়ে দেখার আস্বাস তৃণমূল নেতৃত্বের। ফের তোলাবাজির অভিযোগ, এবার দেগঙ্গায়। 'আমরা নিশ্চিতভাবে খোঁজ নেব, কোথাও শিল্প যারা রয়েছেন বিভিন্ন এলাকায় তাঁদের অকারণে কেউ কোনও বিরক্ত করবেন এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পর যদি দেখা যায় অভিযোগ ঠিক নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তাদের মতো তাঁরা ব্যবস্থা নেবে'। মন্তব্য কুণালের।
ওড়িশায় ১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮.৫৫ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরে স্টেশন থেকে ১২৫৫১ ট্রেনটি যাত্রা করে। ট্রেনটি শনিবার রাত ১০.২২ মিনিটে বিজয়ওয়াড়া এবং আজ সকাল ১১.০২ মিনিটে ভুবনেশ্বরে পৌঁছয়। ওয়েবসাইটের তথ্য অনুসারে, ট্রেনটি সকাল ১১.৪৩ মিনিটে কটক রেলওয়ে স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। কটক থেকে এগিয়ে যাওয়ার পর, ট্রেনটি কেন্দ্রাপাড়া রেলওয়ে স্টেশন পেরনোর আগেই লাইনচ্যুত হয়।

















