TMC News: SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের বউমা ! আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া বিধায়কের
ABP Ananda Live: এসএসসির তালিকায় বাড়ল দাগির সংখ্যা। রাতে এসএসসির নতুন তালিকায় যোগ হল আরও দু'জনের নাম। ১,৮০৪ থেকে বেড়ে মোট দাগির সংখ্যা ১,৮০৬। SSC-র দাগি তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম। নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম দাগি তালিকার ১২৬৯ নম্বরে। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া বিধায়কের।
SSC-র দাগি তালিকায় তৃণমূল নেতা-নেত্রী থেকে বিধায়কের বউমা
SSC-র দাগি তালিকায় তৃণমূল নেতা-নেত্রী থেকে বিধায়কের বউমা। দাগি তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম। দাগি তালিকায় ১২৬৯ নম্বরে নাম নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের। দাগি তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাজি। দাগি তালিকায় খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতির স্ত্রী। দাগি তালিকায় রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগি তালিকায় বারাসাত ১ ব্লকের তৃণমূল নেতার ছেলে। দাগি তালিকায় উঃ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন। দাগি তালিকায় হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালি।


















