TMC News : আগাম বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে জয়লাভের বার্তা সুব্রত বক্সীর
ABP Ananda LIVE: 'আর কয়েক মাসের মধ্যে নির্বাচন আছে। নির্বাচনের আঙিনায় দাঁড়িয়ে যদি কারও সঙ্গে কারও বিরোধ থাকে সকলকে অনুরোধ করব নিজেদের ঐক্যবদ্ধাটাকে বজায় রাখব। যাতে আমরা পারস্পরিক নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পদ ঠিক করবে। তিনি যাকে প্রার্থী করবেন । সকলকে অনুরোধ করব একসঙ্গে কাঁধে কাধ মিলিয়ে এই নির্বচনকে আমরা জয় করব', বললেন সুব্রত বক্সী। .
দুর্গাপুর 'গণধর্ষণ'কাণ্ডে এবার গ্রেফতার নির্যাতিতার বন্ধু। ধৃত ওয়াসেফ আলি মালদার বাসিন্দা। পুলিশ জানাচ্ছে, এই ঘটনা ঘটার পর থেকেই সহপাঠীর ভূমিকা স্ক্যানারের মধ্যে ছিল। এই পরিস্থিতিতে নির্যাতিতার বিবৃতি নেওয়া হয়। আজ তিনি গোপন জবানবন্দি দিয়েছেন। তাতে বেশ কিছু তথ্য পাওয়া যায় সহপাঠীর বিরুদ্ধে। সেই তথ্যপ্রমাণ পাওয়ার পর, সহপাঠীর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি ধরা পড়ে। শেষমেশ তাকে গ্রেফতার করা হল। অর্থাৎ, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ' মামলায় এর আগেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার গ্রেফতার করা হল নির্যাতিতার সহপাঠীকে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছিলেন যে, সহপাঠীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এবার তাকে গ্রেফতার করা হল। কাল ধৃতকে আদালতে তোলা হবে।



















