Kunal Ghosh: সুদীপের সুস্থতা কামনায় পোস্ট কুণালের, সত্যি অসুস্থ তৃণমূল সাংসদ?
ABP Ananda Live: দলের সিনিয়র নেতার আরোগ্য কামনা করে একটা এক্স পোস্ট। আর তাকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব-রোগের চেনা উপসর্গ সামনে চলে এল! তৃণমূল নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা ঘিরে শাসকের ঘরেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর!
রবিবার সকালে এক্স হ্যান্ডলে এই পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই। সোশাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই, দলের মুখপাত্র ঋজু দত্ত আবার এক্স হ্যান্ডলে একটি এক্সপোস্ট করেন। তাতে লেখা হয়। উত্তর কলকাতা জেলার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও খোশমেজাজে আছেন।



















