TMC Party Office: সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস! জরিপ করল ভূমি রাজস্ব দফতর। ABP Ananda Live
West Bengal News: সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই, বারাসাতে ওই পার্টি অফিসের জমি জরিপ করল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। তৃণমূলের পার্টি অফিস না ভাঙলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
জবরদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পর, রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ চললেও...উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আজও সরকারি জমিতে এভাবেই মাথা তুলে দাঁড়িয়ে আছে তৃণমূলের পার্টি অফিস। শুধু তাই নয়। ২৬ নম্বর ওয়ার্ডের হাটখোলার এই পার্টি অফিস দোতলা করতে তোলা হয়েছে কংক্রিটের পিলারও।গত শনিবার এই খবর সম্প্রচারিত হয়ে এবিপি আনন্দে। আর সোমবার পার্টি অফিসের জমি জরিপ করলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। এই পার্টি অফিস যে সরকারি জমির উপর তৈরি হয়েছে, তা আগেই কার্যত মেনে নিয়েছেন তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানরা। আর সোমবার জমি জরিপের পর, একই কথা শোনা গেল পুরসভার ভাইস চেয়ারম্যানের মুখেও।শেষমেশ সরকারি জমিতে গড়ে ওঠা তৃণমূলের এই পার্টি অফিসের ভবিষ্য়ৎ কী হবে?