TMC Vs BJP: 'পশ্চিমবঙ্গ দিবস' কবে? এই নিয়ে বিতর্ক, ফের বাকযুদ্ধ TMC-BJP র
ABP Ananda Live: বৈশাখের পয়লায় নাকি আষাঢ়ে? অর্থাৎ জুনের ২০ তারিখ...। 'পশ্চিমবঙ্গ দিবস' কবে? সেই বিতর্কের মধ্যেই প্রতিবছরের মতো এবারও ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করল বিজেপি। ভবানীপুরে সুকান্ত মজুমদারকে পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে গত বুধবার প্রশ্ন তোলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, বলেন, 'পয়লা বৈশাখ, বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বিধানসভায় আইন পাস হয়েছে। ২০-শে জুন, বিজেপির ইচ্ছামতো চাপিয়ে দেওয়া জিনিস'। এদিন শুভেন্দু
অধিকারী বলেন, রাজ্য সরকার মুসলিম লিগের মহম্মদ আলি জিন্নার স্বপ্নের শরিক। অন্যদিকে সুকান্ত মজুমদার বলেন, আজকে ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জির জন্যই, আজকের দিনের জন্যই এই ২০ জুন -এর জন্যই মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ্যমন্ত্রী। এই দিনটিকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার মানুষকে জানতে দিতে চাইছেন না। পাল্টা কুণাল ঘোষ বলেছেন, আজকে কোনও পশ্চিমবঙ্গ দিবস নয়। একটা অতৃপ্ত আত্মা বিজেপি। কোথায় ৮-১০ জন মিলে দু-চারটে জায়গায় কী নাটক করছে।



















