TMC Vs BJP: মোদির বাংলায় পাঁচ সঙ্কট কটাক্ষ, পাল্টা জবাব তৃণমূলের
ABP Ananda Live: 'আইন-শৃঙ্খলা? মণিপুর ২ বছর ধরে জ্বলছে, নিজেদের ব্যর্থতা দূর করুন। নারীদের নিরাপত্তা? উন্নাও থেকে হাথরাস, ট্র্যাক রেকর্ডে শুধুই নীরবতা আর লজ্জা। যুব সম্প্রদায়ের হতাশা? প্রশ্নপত্র ফাঁস, নিট দুর্নীতি, ৪৫ শতাংশ বেকারত্ব, পড়ুয়াদের বিজেপির উপহার।' মোদির বাংলায় পাঁচ সঙ্কট কটাক্ষে পাল্টা জবাব তৃণমূলের।
বক্ততার শুরুতে বাংলায় সম্বোধন প্রধানমন্ত্রীর । 'আজ এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে, তিরঙ্গা পতাকা উড়িয়েছিলেন' । ওনার সম্মানে আমরা তিরঙ্গা পতাকা ওড়াব' । 'বিকশিত ভারত গড়ে তুলতে হলে, বাংলারও উন্নয়ন প্রয়োজন' বাংলাকেও নতুন উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে' । বাংলাকে ফের অতীত ভূমিকায় ফির আসতে হবে' । 'বাংলা মেক ইন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র'। 'বাংলা নিজের ঐতিহ্য বজায় রেখে দ্রুত এগিয়ে যাক' । 'বাংলার উন্নয়নের জন্য হাজার কোটি বিনিয়োগ করেছে কেন্দ্র' । কেন্দ্রের উদ্যোগেই কল্যাণী এইমস তৈরি হয়েছে' । 'নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি স্টেশনে পুনর্গঠন করা হয়েছে'। 'ফ্রেট করিডর তৈরি করা হচ্ছে, কলকাতা মেট্রোর উন্নতি করা হয়েছে'। বললেন প্রধানমন্ত্রী। "তৃণমূলের দুর্নীতি ও খারাপ প্রশাসনে ক্লান্ত পশ্চিমবঙ্গবাসী"। আজ পশ্চিমবঙ্গ সফরের আগেই তৃণমূলকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী।


















