By Election News:বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি | ABP Ananda LIVE
ABP Ananda Live: বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া। মেদিনীপুরে ৩৩ হাজার ১৯০ ভোটে জয়ী তৃণমূল। উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতল তৃণমূল। সেখানে প্রার্থী ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়। বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।এদিন সকাল থেকেই হাড়োয়া কেন্দ্রে ক্রমশ পাল্লা ভারী হতে দেখা গিয়েছিল শাসকদলের। নৈহাটির পর এবার মাদারিহাট। মাদারিহাটে ৩০ হাজার ৩০৯ ভোটে জয়ী তৃণমূল। শনিবার গণনাপর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারিহাটে।
আরও খবর
'মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই। জয় বাংলা। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে,' উপনির্বাচনে জয়ের পর লিখলেন মমতা।