TMCP News : দেড় বছর আগের ব়্যাগিংয়ের ঘটনায়, শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়
ABP Ananda LIVE : এবার দেড় বছর আগে র্যাগিংয়ের ঘটনায় শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত পড়ুয়াদের র্যাগিংয়ের অভিযোগ। মূল অভিযুক্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়কে শোকজ। কসবাকাণ্ডের আবহে র্যাগিংয়ের ছবি ফের ভাইরাল হওয়ায় তোলপাড়। 'কলেজে এম এম মডেল চালু করতে চেয়েছিল মূল অভিযুক্ত সৌভিক রায়'। ঘটনা নজরে আসতেই সৌভিককে কলেজে ঢুকতে বারণ করে দেওয়া হয়, দাবি কলেজের অধ্যক্ষের। কলেজে না যাওয়ার জন্য কেউ কিছু বলেননি, তবে কলেজের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে যান, দাবি সৌভিক রায়ের। শীঘ্রই শোকজ লেটারের জবাব দেবেন দলকে, জানালেন সৌভিক রায়।
আরও খবর...
রাজ্যের সরকারি হাসপাতালে রোগীদের রাতের খাবার নিয়ে কটাক্ষ বীরবাহা হাঁসদার
রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের রাতের খাবারের ছবি পোস্ট করলেন রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। কটাক্ষ করে লিখলেন ‘মুরগিও যে লজ্জা পাবে’। সাধারণ কারও মন্তব্য হলে তা নিয়ে হয়তো বিশেষ হইচই হতো না। কিন্তু, কমেন্ট করেছেন ঝাড়গ্রাম শহরের তৃণমূল বিধায়িকা, রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।


















