এক্সপ্লোর
Train Problem: ব্যান্ডেল-মগরা ট্রেন বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ, ব্যাপক ভিড় ফেরি সার্ভিসে।Bangla News
সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। দ্বিতীয় দিনেই ভোগান্তির শিকার যাত্রীরা। আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, প্রায় এক ঘণ্টা অন্তর ট্রেন আসছে। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ছে। ফেরা নিয়ে চিন্তা আরও বেশি। অন্যদিকে, ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়েছে ফেরি সার্ভিসে। সেখানেও ভিড় উপচে পড়ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, সাইকেল অথবা গাড়ি রাখার জায়গা অমিল। তবে অসুবিধা সত্ত্বেও রেলের আধুনিকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















