Howrah News: সিগন্য়াল বিভ্রাটের জের, হাওড়ায় দেখা গেল চরম যাত্রী ভোগান্তি | Indian Railways
ABP Ananda LIVE : হাওড়া দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন ভোগান্তি অব্য়াহত। সাঁতরাগাছিতে সিগন্য়াল বিভ্রাটে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। যাত্রাপথে রদবদল করা হয়েছে বেশ কিছু ট্রেনের। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ট্রেন ছাড়ায় চরম সমস্য়ায় পড়েছেন যাত্রীরা। সাঁতরাগাছি রেলইয়ার্ডে সিগন্য়াল বিভ্রাটের জেরে ব্য়হত হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল। বাতিল করা হল একাধিক দূরপাল্লার ট্রেন। পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়া হচ্ছে বহু ট্রেন। এর ফলে চরম দুর্ভোগে যাত্রীরা।
পাসপোর্ট বাংলাদেশের, আর ভোটার পশ্চিমবঙ্গের
পাসপোর্ট বাংলাদেশের, আর ভোটার পশ্চিমবঙ্গের। গত এক মাসে এরকম পঞ্চাশজনের হদিশ মিলেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে তথ্য দিয়ে জানিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। সেই মতো ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের তদন্তেরও নির্দেশ দিয়েছেন CEO...কিন্তু দেখা যাচ্ছে অনুসন্ধানের জন্য ডেকে পাঠালেও, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বাসিন্দা এই সব অভিযুক্ত ব্যক্তিদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না।



















