Rajbhawan: সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্য়পালের চেয়ারে বসে বিজেপির হয়ে প্রচারের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। বুকে বিজেপির প্রতীক লাগানো রাজ্য়পালের ছবি সহ কমিশনে অভিযোগ জানাল শাসক দল। রাজ্যপাল যাতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন তা সুনিশ্চিত করার আবেদনও কমিশনে জানিয়েছে তৃণমূল। এই অভিযোগের কোনও গুরুত্ব নেই, দাবি বিজেপির।
বৃহস্পতিবার এপ্রসঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডি ডি জি এম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানান, আগামী ২৬ মে রবিবার মধ্যরাতে ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলের কোনও একটি এলাকায় ল্যান্ড ফল করতে চলেছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম। ২৫ তারিখ অতি গভীর নিম্নচাপ এবং ২৬ তারিখ সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর দিকে অগ্রসর হয়ে এটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় কোথাও ল্যান্ড ফল করতে চলেছে। এই কারণে বৃহস্পতিবার ২৩ তারিখ বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। তাঁদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।





















