Bankura: বাঁকুড়ায় ওন্দায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে দূর হঠো স্লোগান
ABP Ananda LIVE: শহিদ দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দুই মিছিল। জোড়া মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উঠল দূর হঠো স্লোগান। বাঁকুড়ায় ওন্দায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। একই ইস্যুতে জোড়া মিছিল হলেও তাকে কোন্দল বলে মানতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
জবরদখল কারীদের উঠাতে তৎপর কোচবিহার প্রশাসন। কোচবিহার শহরের স্টেশন চৌপথি এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সরকারি জমিতে জবরদখল করে তৈরি করা অবৈধ নির্মাণ। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এদিন বেশ কিছু অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেয় প্রশাসন।
জমি বিবাদ থেকে শুরু কুকুরকে মারধর নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা, সোনারপুরে বিজেপি পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী-ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কুকুরকে মারধর করায় বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি করে তৃণমূল কর্মীর পরিবার। থানায় অভিযোগ করায়, তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া শুরু হয়। গতকাল সালিশি সভায় সমাধান না মেলায়, রাতে হেলমেট ও রেনকোট পরে বাড়িতে চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী-ছেলেকে কোপানো হয় বলে অভিযোগ। SSKM-এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছে আক্রান্ত বাবা-মা-ছেলে। সোনারপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, রাজনীতি নেই, কুকুরকে মারা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদের জেরে এই ঘটনা।