Tmc News: বিজেপি সাংসদ-বিধায়কদের ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূল নেতার । ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিজেপি সাংসদ-বিধায়কদের ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূল নেতার । বাংলার মানুষকে বঞ্চনা করলে ঘেরাও করুন'। বিজেপি সাংসদ, বিধায়কদের বাড়ি থেকে বেরোতে দেবেন না' । 'সোলার লাইট MLA-দের এবার জব্দ করার পালা এসেছে' । পাত্রসায়রে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তর । 'প্রচার পাওয়ার জন্য তৃণমূল এইসব মন্তব্য করছেন' । 'ঘেরাও তো ২০২৬ সালে হবে, তৈরি থাকুন' । তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির
আরও খবর....
বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্য়ু। মৃতের নাম কৌস্তভচন্দ্র দাস। ৫২ বছর বয়সি কলকাতা হাইকোর্টের ওই আইনজীবী শনিবার আবাসনের চারতলা থেকে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে আবাসনে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণে কাজেও যেতে পারছিলেন না। এই ঘটনায় বালিগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন আইনজীবী।



















