Sandeshkhali: ফোনে কথোপকথনের অডিও প্রকাশ করে বিজেপিকে নিশানা তৃণমূলের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটের আগে বসিরহাটের বিজেপি নেত্রী তৃণমূলে । ফোনে কথোপকথনের অডিও প্রকাশ করে বিজেপিকে নিশানা তৃণমূলের । অমিত মালব্যর সঙ্গে সিরিয়া পারভিনের কথোপকথন, দাবি তৃণমূলের । 'সন্দেশখালির বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত অমিত মালব্য' । 'আন্দোলনের জন্য টাকা-মোবাইল ফোন দেওয়া হত' । সিরিয়া পারভিনের দাবি নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূলের । গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সিরিয়া পারভিন
সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর কেটে গিয়েছে প্রায় সাড়ে চার মাস। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর উত্তাল হয়ে উঠেছে গোটা দেশের রাজনীতি। মহিলাদের ওপর নির্যাতন, জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। লাঠি-ঝাঁটা হাতে মহিলারা রাস্তায় নেমেছে আগুন জ্বলেছে, কিন্তু কলকাতা থেকে সন্দেশখালির দূরত্ব মেরেকেটে ৭৫ কিলোমিটার হলেও এখনও অবধি সেখানে যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে ভোটের প্রচারে প্রথমবার বসিরহাট লোকসভা কেন্দ্রে পা রেখে, সন্দেশখালি যাওয়ার কথা ঘোষণা করলেও, তার সঙ্গে শর্তও জুড়ে দিলেন মুখ্য়মন্ত্রী। এদিন অশোকনগরের সভা থেকে তিনি বলেন, 'বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে।'