UP Fake Embassey: উত্তরপ্রদেশ STF-এর অভিযানে নকল দূতাবাসের হদিশ
ABP Ananda Live: এবার গোটা দূতাবাসই নকল! দিল্লি লাগোয়া গাজিয়াবাদে আজব কাণ্ড । কাল্পনিক দেশ ওয়েস্টার্কটিকার নকল দূতাবাস! উত্তরপ্রদেশ STF-এর অভিযানে নকল দূতাবাসের হদিশ। নকল দূতাবাসের সামনে সার সার লাক্সারি গাড়ি! উত্তরপ্রদেশ STF-এর অভিযানে গ্রেফতার অভিযুক্ত হর্ষবর্ধন জৈন। উদ্ধার ১২টি কূটনৈতিক পাসপোর্ট, বিভিন্ন দেশ ও সংস্থার ৩৪ রকমের নকল স্ট্যাম্প! উদ্ধার স্যাটেলাইট ফোন, বাজেয়াপ্ত ৪৪ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধার কূটনীতিকদের জন্য ব্যবহৃত ১৮টি গাড়ির নম্বর প্লেট। 'নিজেকে লুডোনিয়া, ওয়েস্টার্কটিকার কূটনীতিক বলে পরিচয় দিতেন হর্ষবর্ধন'। 'নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে নকল ছবি ব্যবহার'। 'কূটনৈতিকদের ব্যবহৃত নম্বর প্লেট লাগানো লাক্সারি গাড়িতে ঘুরতেন হর্ষবর্ধন'। 'অভিযুক্ত হর্ষবর্ধনের সঙ্গে স্বঘোষিত গডম্যান চন্দ্রস্বামীর যোগাযোগ'। হর্ষবর্ধনের সঙ্গে অস্ত্র কারবারি আদনান খগোশির সঙ্গেও যোগাযোগ, খবর STF সূত্রে।



















